• +8801 922 954 805
  • info@iconchingbd.org

পরিচালকবৃন্দের বাণী

বাংলাদেশে যদি ৬৮ হাজার গ্রাম থাকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি প্রতি বছর ৪ হাজার শিক্ষার্থী ভর্তি নেয়া হয়, তাহলে দেশের প্রতি ১৭টি গ্রাম থেকে একজন ছেলে বা মেয়ে প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুযোগ প্রাপ্ত ছেলেটি বা মেয়েটি হলো বাংলাদেশের ১৭টি গ্রামের প্রতিনিধি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি আসনে ভর্তির সুযোগ প্রাপ্তি এমনই সম্মান ও গৌরবের ব্যাপার। শিক্ষার্থীদেরকে সেই সম্মান ও গৌরবময় স্বপ্নকে স্বার্থক করে দিতেই ২০১২ সালে যাত্রা শুরু করে ICON বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং। যার শিক্ষকতা ও পরিচালনায় রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ঝাঁক মেধাবী, আত্মপ্রত্যয়ী তরুণ; যারা প্রত্যেকেই কোচিং জগতে ৮/১০ বছরের শিক্ষকতার অভিজ্ঞতায় ঋদ্ধ। ICON বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং নামটি কোচিং জগতে নতুন হলেও ICON এর শিক্ষকরা কোচিং জগতে কেউই নতুন নন, শিক্ষাদানে তাদের প্রত্যেকেই সুদীর্ঘ অভিজ্ঞতায় সমৃদ্ধ, ব্যক্তিগত যশ-খ্যাতিতে ঋদ্ধ এবং স্ব-স্ব বিষয়ে পাঠদানে প্রসিদ্ধ। মেদবহুল ও জনসর্বস্ব লেকচার শীট ছুঁড়ে ফেলে দিয়ে আমরা তৈরি করেছি এমন সব লেকচার শীট, যা আগে তৈরি করে দেখাতে পারেনি কেউই, যা কেবলই ভর্তি পরীক্ষাকেন্দ্রিক এবং সম্পূর্ণ প্রাসঙ্গিক। ICON নতুন হলেও এর শিক্ষকদের প্রত্যেকেই অভিজ্ঞ এবং তাদের এই সমৃদ্ধ শিক্ষা পদ্ধতিকে পুঁজি করে আমরা শিক্ষার্থীদেরকে তাদের স্বপ্ন বাস্তবায়নের স্বপ্ন দেখাই; সেই স্বপ্ন বাস্তবায়ন করাই এবং শিক্ষার্থীদেরকে পৌঁছে দেই তাদের স্বপ্নীল ক্যানভাসের বর্ণিল ক্যাম্পাসে।

বিশ্ববিদ্যালয়ের এক ঘন্টার ভর্তি পরীক্ষায় প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত অর্জিত রচনামূলক পুঁথিগত বিদ্যা তেমন কোনো কাজে আসে না। তাই ভর্তি পরীক্ষায় সাফল্য অর্জনের জন্য HSC পরীক্ষা পরবর্তী কয়েকটি মাসই অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। এই সময়টাতে যথাযথ দিক-নির্দেশনা না পেলে এবং নিয়মতান্ত্রিক উপায়ে পড়ালেখা না করলে ভর্তির স্বপ্ন অঙ্কুরে বিনষ্ট হতে বাধ্য। আর শিক্ষার্থীদেরকে এই নিয়মতান্ত্রিকতা ও কৌশল সম্পর্কে অবগত করা তথাপি সার্বিক দিক-নির্দেশনা দিতে আমরা ICON পরিবার অঙ্গীকারবদ্ধ।

তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছ যে, বিগত বেশ কয়েকটি বছরে SSC এবং HSC পরীক্ষার ফলাফল দুটোতেই ২টি এচঅ ৫ প্রাপ্ত হাজার হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় পাশ নম্বরও পায়নি, আবার অবিশ্বাস্য রকমের কম GPA নিয়েও ICON এ কোচিং করে অনেক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শীর্ষ বিভাগগুলোতে চান্স পেয়েছে। ভর্তি পরীক্ষায় স্বপ্নীল সাফল্য অর্জনে তাই GPA কোনো Factor নয়; Factor হছে যথাযথ প্রস্তুতি, কঠোর পরিশ্রম ও দূরদর্শী দিক-নির্দেশনা। এসবের জন্য কোচিংয়ের বিকল্প নেই, আর কোচিংয়ে ICON এর বিকল্প নেই।

ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের আঁতুর ঘর, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোলেই বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি রাস্তার ইঞ্চিতে ইঞ্চিতে জড়িয়ে আছে বাংলাদেশের ইতিহাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ভবনের গাঁথুনিতে ছড়িয়ে আছে বাংলাদেশের ঐতিহ্য। এই ঢাকা বিশ্ববিদ্যালয়েই হোক তোমাদের স্বপ্নযাত্রা। মৃত স্বপ্নকে সমাহিত করে বাড়ি ফেরার পথে, বেয়াড়া স্বপ্নকে শাসন করার সময়ে, আহত স্বপ্নের সেবা করার সময়ে তোমরা নিয়ো স্বপ্ন দেখার শপথ।

স্বপ্ন তুমি দেখতে পারো দু’চোখ দিয়ে আমার-
চাইলে তুমি গড়তে পারো স্বপ্নে যৌথ খামার।

আর ICON হবে তোমার ও তোমাদের স্বপ্ন পূরণের সারথি।

ধন্যবাদান্তে
ICON বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর পরিচালকবৃন্দ।




স্বপ্ন তুমি দেখতে পারো দু’চোখ দিয়ে আমার-
চাইলে তুমি গড়তে পারো স্বপ্নে যৌথ খামার।

আর ICON হবে তোমার ও তোমাদের স্বপ্ন পূরণের সারথি।

কেন ICON?